আথচ তোমাকে নিয়ে

রাত (মে ২০১৪)

আপেল মাহমুদ
  • ২৩
  • ৬৯
ইচ্ছে গুলো কখনো কখনো কি অদ্ভুত হয়!
আজ ইচ্ছে করেই একা একা এ নির্জন সময়
পাগল আমি কি ভাবনাই না ভাবছি!
তুমি কোথায় আর আমি বা কোথায়?
অথচ এ গভীর রাতে যখন খোলা আকাশের নিচে দাঁড়িয়েছি,
ভাবছি- তুমি আমার পাশেই আছো,
আমার সাথেই বুঝি চাঁদ দেখছো।
জানি এ ভাবনা নিতান্তই বৃথা।
আবেগে যা কিছু ভাবি, সবই প্রগলভতা।

চাঁদ ও তোমার কি অদ্ভুত মিল বলো-
চাঁদের জ্যোৎস্না আছে, তোমারও আছে আলো।
চাঁদের আলোয় আলোকিত হয় গোটা পৃথিবী,
কিন্তু, তুমিও যে আলো ছড়াও আমার মনের প্রান্ত থেকে প্রান্ত অবধি!
তুমিই তো বলো- আমার মনটা নাকি পৃথিবীর চেয়েও বড়!

ভাবতে ভাবতে কখন যেনো পেরিয়ে গেছে দ্বি-প্রহর!
তুমি পাশে থাকলে হয়তো এতক্ষণে রেগে যেতে।
অথচ তোমাকে নিয়ে আজও ভাবতে ভাবতে
জ্যোৎস্না প্রহরী আমি একা একা বসে আছি,
রাতের পর রাত নিদ্রাহীন কাটিয়েছি!
তুমি বোঝনি ---।

সহসা আবেগী থেকে রাগী হয়ে উঠলাম-
কেনো এই সমাজের মানুষের কাছে আমরা গোলাম?
আমি যদি কৃষ্ণ হই আর তুমি রাধা,
তবে দু’জনের মিলনে কেনো এতো বাঁধা?
ভালোকে ঠেকিয়ে বলি-এটা সমাজেরই কাজ!
অথচ তোমাকে-আমাকে নিয়েই এই সমাজ।

আবার কি যেনো ভাবনায় হঠাৎ শান্ত হয়ে গেলাম।
খানিকটা শ্রদ্ধায়-খানিকটা ঘৃণায় এ সমাজকে প্রণাম
করলাম। কি অদ্ভুত বলতো-
এ সমাজে শৃঙ্খল আছে যতো
মানুষেরই সৃষ্টি, তবুও মানুষই শৃঙ্খলিত!
অথচ তোমাকে নিয়ে আমার ইচ্ছেগুলো যতো
সব বন্ধনহীন - সকলই উন্মত্ত।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফেরদৌসী বেগম (শিল্পী ) না পাওয়ার বিক্ষিপ্ত ইচ্ছাগুলো নিয়ে চমৎকার কবিতা লিখেছেন আপেল ভাই। কবিতায় ভালোলাগা আর শুভকামনা রইলো।
বারবার ফিরে আসুন আমার লেখায়। ধন্যবাদ ও শুভকামনা জানবেন।
আখতারুজ্জামান সোহাগ বন্ধনহীন ইচ্ছেগুলো শৃঙ্খলিত হয়ে পড়ে আমাদের সমাজের কারণে। ইচ্ছে হলেও তাই করা যায় না অনেক কিছু। কবিতা ভালো লেগেছে। ধন্যবাদ।
হয়তো সে কারনেই ভালোবাসা এতো মধুময়। ধন্যবাদ সোহাগ ভাই।
Rubel Chowdhury চাঁদ ও তোমার কি অদ্ভুত মিল বলো- চাঁদের জ্যোৎস্না আছে, তোমারও আছে আলো। চাঁদের আলোয় আলোকিত হয় গোটা পৃথিবী, কিন্তু, তুমিও যে আলো ছড়াও আমার মনের প্রান্ত থেকে প্রান্ত অবধি!
রোদের ছায়া আবার কি যেনো ভাবনায় হঠাৎ শান্ত হয়ে গেলাম। খানিকটা শ্রদ্ধায়-খানিকটা ঘৃণায় এ সমাজকে প্রণাম করলাম। কি অদ্ভুত বলতো- এ সমাজে শৃঙ্খল আছে যতো মানুষেরই সৃষ্টি, তবুও মানুষই শৃঙ্খলিত! অথচ তোমাকে নিয়ে আমার ইচ্ছেগুলো যতো সব বন্ধনহীন - সকলই উন্মত্ত।'' খুব সাবলিল ভাবনার প্রতিফলন পেলাম। নিদ্রাহিন এক যুবকের এলোমেলো ভাবনার ভাঁজে ভাঁজে বাস্তবতার ছোঁয়া। একদম ফরমালিন মুক্ত আপেল যেন!! শুভেচ্ছা ।
হা হা হা! আপনাকে পেয়ে অনেক ভাল লাগলো। কিছু কথা বিশেষ কারো মুখে শুনে প্রেরনা বেড়ে যায় বহুগুন। আপনাদের দেখানো পথেই চলতে চাই। দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ জানবেন।
আলমগীর সরকার লিটন বা খুবি আবেগময় কবিতা অভিনন্দন-----------
সময় দেবার জন্য ধন্যবাদ লিটন ভাই। শুভেচ্ছা জানবেন।
মোজাম্মেল কবির চমৎকার...
ধন্যবাদ পাঠালাম মোজাম্মেল ভাই।
Abdul Mannan আমি যদি কৃষ্ণ হই আর তুমি রাধা, তবে দু’জনের মিলনে কেনো এতো বাঁধা? ভালোকে ঠেকিয়ে বলি-এটা সমাজেরই কাজ! অথচ তোমাকে-আমাকে নিয়েই এই সমাজ।................সুন্দর ।
ধন্যবাদ জানবেন মান্নান ভাই।
Gazi Nishad অসাধারণ ৫
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা জানবেন।
গুণটানা নৌকা আপনার আবেগ মিশ্রিত কবিতাটি ভালো লাগলো ।
আপনার মন্তব্য সবসময়-ই কাম্য। ধন্যবাদ পাঠক।
আবুল বাসার মনের আগুন জলে গেলো। কারন আমি একজন স্যাকা খাওয়া প্রেমিক। ভালোই লিখেছেন। মনে হচ্ছে এটা আমার লেখা উচিত ছিলো। ভোট করে দিলাম।
হা.... হা... হা! ধন্যবাদ বাসার ভাই।

২৯ ডিসেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪